তোকমা |
তুকমা একটি পরিপূর্ণ ভেষজ
গাছ। প্রাচীন কালে মানুষ বিভিন্ন ভেষজ উপদান থেকে রোগ নিয়াময়ের চিকিৎসা করত।
বর্তমানে যুগের পরিবর্তনে এই ভেষজ চিকিৎসার ব্যাবহার নেই বললেই চলে। তবুও এই তুকমার
ঔষধি গুনাগুন কমে যায়নি। বর্তমানেও এই তুকমার ব্যাবহার অনেকটা গ্রামে দেখা যায়।
তুকমার ইংরেজি নাম pignut বা chan, একে বিলাতি তুলসী বা গাঞ্জা তুলসীও বলা হত।
তুকমার ঔষধি গুণাবলি জেনে
নেওয়া জাক।
*তুকমা যৌন উদ্দিপক, তৃষ্ণা
নিবারন করে, অ্যাসিড কমায়।
*জ্বর কমায়, ঠাণ্ডা জনিত
সমস্যা থেকে মুক্তি দেয় এবং কাশি কমায়।
*বিভিন্ন রকম চর্ম রোগ
নিবারন করতে পারে।
* তোকমার পাতা খেলে
ক্যান্সার ও টিউমার প্রতিরোধক হিসেবে কাজ করে।
* বাতের ব্যাথা বা গিটের
ব্যাথা দূর করতে তুকমা ব্যাপক কাজ করে।
* তুকমা নিয়মিত খেলে লিভার
খুব ভাল থাকে।
* পেটের ব্যাথা ও পাকস্থলীর
সমস্যা দূর করতে তুকমা ব্যাপক ভুমিকা রাখে।
*তুকমা পাইলসের উপশম করতে
পারে।
* তোকমার বীজের রস মুত্রনালির
সমস্যা দূর করতে পারে।
* তোকমার তেলে আন্টীব্যাকটেরিয়াল
উপাদান রয়েছে।
* তোকমা পানিতে ভিজিয়ে রেখে
ভেজা তোকমা যে কোন ফোঁড়ার উপর প্রলেপ দিলে তারাতারি ফোঁড়া পেকে ফেটে যায়।
No comments:
Post a Comment