বিসমিল্লাহির রাহমানির রাহিম
পৃথীবির যত সৃস্টি রয়েছে সবকিছুই মানুষের
নিমিত্তে। প্রাণী জগৎ এবং উদ্ভীদ জগৎকে “আল্লাহ তায়ালা” মানুষের সেবার জন্য দান
স্বরুপ। মানুষ উদ্ভীদ হতে যে উপকার গুলো গ্রহণ করে তার মধ্যে নয়ন তারা ফুল ও গাছ
চিকিৎসার জন্য অন্যতম। এই নয়ন তারা গাছ ও ফুল থেকে আমরা অনেক পুস্টিগুণ ও ঔষধী গুণ
গ্রহণ করতে পারি। আজকে আমরা আলোচনা করব এই নয়ন তারা গাছ ও ফুলের ভেষজ গুণাবলি
নিয়ে।
নয়ন তারা গাছ ও ফুলের নানাবিধ ঔষধী গুণ রয়েছে তার মধ্যে
আমরা কয়েকটি ঔষধী গুণ নিয়ে আজ আলোচনা করব।
নয়ন তারা গাছ ও ফুলের ভেষজ গুণাবলিঃ
১.ডায়বেটিস সারাতে নয়ন তারাঃ
ডায়বেটিস সারাতে
নয়ন তারা ফুলের ভুমিকা অন্যতম। নয়ন তারা গাছের ফুল, মুল শুকনো হলে ১ গ্রাম আর
কাঁচা হলে ২ গ্রাম সংগ্রহ করে নিন। রাতে আনুমানিক ১ কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে
পানিটা ছেঁকে নিয়ে জাল করে আধা কাপ করে নিন। এই আধা কাপ পানি অর্ধেক করে সকাল ও
রাতে পান করুন। তাতে ডায়বেটিস রোগীরা ভাল ফল পাবেন।
২.কৃমি রোগেঃ
কৃমি রোগ সারাতেও এই নয়ন তারা ফুল, মুল ও পাতা
বিশেষ কার্যকরী। উপরোল্লেখিত উপায়ে ৫/৬ দিন পান করলে কৃমি রোগ সেরে যায়। তবে ৮/১০
দিন পান করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। তবে বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
৩.মেধা শক্তি বৃদ্ধিতেঃ
যাদের মেধা শক্তি
দুর্বল যেমন সকালের কথা বিকালে মনে থাকে না। তারা এই নয়ন তারা ফুল, মূল ও পাতা ২
গ্রাম পরিমাণ ১ কাপ পানিতে সিদ্ধ করে নিন। পানিটুকু ছেঁকে আবার জাল করে আধা কাপ
করে নিন। জাল করা পানি অর্ধেক করে সকাল-বিকাল টানা ১ মাস পান করলে স্বরণশক্তি
বৃদ্ধি পায়।
৪.লিউকেরিয়া রোগে নয়ন তারার গুরুত্বঃ
এটি একটি রক্ত বহ রোগ। এ রোগের ফলে মহিলারা
সাধারণত দুর্বল হয়ে পড়ে। এ রোগ থেকে রক্ষা পেতে হলে অথবা এ রোগ সারাতে নয়ন তারা
পুরোপুরি সক্ষম।
৫.রক্তচাপ বৃদ্ধিতে নয়ন তারাঃ
রক্তচাপ বৃদ্ধিতে
নয়ন তারা ফুল, মূল, পাতা বিশেষ ভাবে কার্যকরী।
৬.সন্ধি বাত বা গিটে ব্যাথাঃ
যাদের বাতের ব্যাথা রয়েছে বা গিটে ব্যাথা রয়েছে
তারা এই নয়ন তারা ফুল, মূল ও পাতা সেবন করলে অল্প কয়েকদিনে বাতের ব্যাথা ভাল হয়ে
যাবে।
৭.অনিয়মিত মাসিকঃ
এটি একিটি জটিল
রোগ এ রোগে অনেক মহিলা ভুগে থাকে। যে সকল মহিলাদের অনিয়মিত মাসিক হয় তারা এই নয়ন
তারা গাছ ব্যাবহার করে এ রোগ থেকে রক্ষা পেতে পারেন।
৮.ক্যান্সার প্রতিরোধে নয়ন তারাঃ
ক্যান্সার প্রতিরোধক হিসেবে যত ভেষজ উদ্ভীদ
রয়েছে তার মধ্যে নয়ন তারা গুণাগুণ সবচেয়ে বেশী। নয়ন তারা গাছ দিয়ে বর্তমান বিশ্বে
অনেক ঔষধ কোম্পানী ক্যান্সারের ঔষধ তৈরী করতে সক্ষম হয়েছে।
যে সকল রোগের
জন্য নয়ন তারা গাছের ভেষজ গুণ নিয়ে উপরে আলোচনা করা হয়েছে সবগুলো রোগের ক্ষেত্রে
নয়ন তারা গাছের ব্যাবহার সঠিকভাবে করতে হবে। নিম্নে ব্যাবহারবিধি দেওয়া হল...
নয়ন তারা গাছের
ফুল, মুল শুকনো হলে ১ গ্রাম আর কাঁচা হলে ২ গ্রাম সংগ্রহ করে নিন। রাতে আনুমানিক ১
কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানিটা ছেঁকে নিয়ে জাল করে আধা কাপ করে নিন। এই
আধা কাপ পানি অর্ধেক করে সকাল ও রাতে পান করুন।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
নয়ন তারা ফুল |
বিঃদ্রঃ
নয়ন তারা গাছ দিয়ে চিকিৎসার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলে নয়ন তারা সম্পর্কে
পুরোপুরি জেনে নিয়ে ব্যাবহার করা উচিৎ।
প্রসাবের শেষে দুই এক ফোটা প্রসাব আটকে থাকা । মনে হয় যে প্রসাব আরো দুই এক ফোটা পরতে পারে ।
ReplyDeleteএই সমস্যার সমাধান কি এই গাছ দিয়ে করা যায় ?
আমার বয়স ১৯ ��
জ্বি না সম্ভব নয়
Deleteএর প্রতিকারের জন্য অাপনাকে গোক্ষুর কাটা চূর্ন দেড় চা চামচ ও পাথরকুচির ২-৩টা পাতার রস এবং জামীরের রস১ কাপ ২বেলা ভরা পেট একএে পান করতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে ২ সপ্তাহের মধ্যে অাপনার এ রোগ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে thanks for staying with us....
খুব ভালো পোষ্ট। অনেক ভালো লাগলো https://mybdtips.com/archives/1868
ReplyDelete