প্রাচীন কালের মানুষ
প্রকৃতির উপর নির্ভর ছিল তারা বন জঙ্গল থেকে জীবিকা নির্বাহ থেকে শুরু করে সকল
চাহিদা মেটাত। কিন্তু যুগের পরিবর্তনে এখন মানুষ তেমন ভাবে আর প্রকৃতির উপর নির্ভর
নয়।
যুগের পরিবর্তনের জন্য এখন
মানুষ সভ্যতার কারনে নতুন নতুন আবিস্কারে ফলে সকল কিছু ব্যাবহার করছে আধুনিকভাবে।
প্রাচীন যুগে মানুষ বন
জঙ্গল হতে কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত আর এই বন জঙ্গলের উপর নির্ভর হয়েই
তাদের চিকিৎসা চালাত। তখন কোন ডাঃ ছিল না দামি কোন পেস্ট ছিল না তখন মানুষ দাঁত
পরিষ্কার করত বিভিন্ন গাছের ডাল বা পাতা ব্যাবহার করে।
আজকে আমি আপনাদের সাথে এমন
একটি টিপস শেয়ার করব এইটি দ্বারা আপনি অতি সহজে আপনার দাঁতকে মাত্র ২ মিনিটে সাদা
ঝকঝকে ও মজবুত করতে পারবেন।
চলুন তাহলে কিভাবে কলার
খোসা ব্যাবহার করে আপনি দাঁত সাদা সুন্দর ঝকঝকে ও মজবুত করতে পারেন।
আপনি ভাবছেন কলার খোসা দিয়ে
দাঁত পরিষ্কার হবে না এ কথা ভুয়া বা মিথ্যে এটি আসলে বিজ্ঞান সম্মতভাবে প্রমানিত
নিয়ম মেনে কলার খোসা ব্যাবহার কারলে অবশ্যয় ফল পাবেন।
প্রথমে আপনি একটি ভাল মানের
কলা সংগ্রহ করে নিন কলাটি যেন বেশী পাকা বা বেশী কাঁচা না হয় আদা পাকা হলেই চলবে
কারন আদা পাকা কলায় পটাশিয়াম বেশী থাকে পটাশিয়াম দাঁত পরিষ্কারে ভাল ভুমিকা রাখে।
আপনি কলাটি উলটো করে ছিলে
নিবেন কারন উলটো করে ছিলে নিলে এতে আঁশের পরিমাণ নষ্ট হবে না এই আঁশই দাঁতকে ঝকঝকে
করবে।
কলার খোসায় রয়েছে প্রচুর
পরিমাণে খনিজ উপাদান। যেমন পটাশিয়াম , ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ এই তিন টি
উপাদান আপনার দাঁতকে সাদা করার কাজে নিয়জিত থাকবে।
কলার খোসা উলটো করে ছিলে
নিয়ে আপনার ইচ্চে মত বা আপনার সুবিধা মত টুকরা করে নিন প্রতিদিন সকালে দাঁত ব্রাশ
করার পূর্বে একটি কলার খোসার টুকরো দিয়ে ভাল করে ১ মিনিট উলটো করে ঘষে নিন তারপর ঐ
টুকরো খোসা টি ফেলে দিয়ে আরেক টি টুকরো নিয়ে আরেক মিনিট ঘষুন এভাবে মাত্র ৭ দিনে
আপনার দাঁত সাদা ঝকঝকে হয়ে উঠবে।
দাঁতে কলার খোসা ঘসার পর
১৫-২০ মিনিট অপেক্ষা করতে হবে কারন কলার খোসায় যে পটাশিয়াম রয়েছে তা দাঁতে শোষিত
হতে ২০ মিনিট সময় দরকার।
এরপর আয়নায় দেখুন আপনার
দাঁত আগের চেয়ে অনেক বেশী সাদা ও উজ্জল।
যাদের দাঁত বেশী হলুদ হয় তারা সপ্তাহে ২-১ দিন
ব্যাবহার করলেই চলবে।
আর যাদের দাঁত বেশী হলুদ
তারা দিনে ১ বার ব্যাবহার করতে পারেন।
মনে রাখবেন এটি কোন ম্যাজিক
নয় আপনি এই নিয়ম মেনে কলার খোসা ব্যাবহার করলে আপনার দাঁত চিরদিনের জন্য থাকবে
সাদা ঝকঝকে ও মজবুত।
আমার লেখাটি কেমন লাগল
জনাবেন। ধন্যবাদ
No comments:
Post a Comment