পৃথিবীর প্রতিটি মানুষের
যৌন ইচ্ছেটা প্রবল চাই। কিন্তু অনেকের এটি প্রবল থাকে না আবার অনেকে বিভিন্ন ভাবে
নষ্ট করে ফেলে। যাদের লিঙ্গ সহবাসের সময় শক্ত হয় না বা দাঁড়ায় না তাদের জন্য আজকের
এই টিপস। যৌন ক্ষমতা কমে গেলে বউ কে পুরোপুরি যৌন তৃপ্তি দিতে পারেনা ফলে সংসার
জিবনে ঝগড়া বিবাদ লেগে থাকে আজকে যাদের এই সমস্যা আছে তাদের বিশেষ কাজে লাগবে আমার
আজকের আয়োজন।
যৌন ক্ষমতা কমে গেছে
চিন্তার কারন নেই আছে এ জন্য অনেক পার্স প্রতিক্রিয়া মুক্ত ঔষধ আজকে এমনি একটি
টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব।
কিভাবে আপনার যৌন শক্তিকে
ঠিক রাখবেন। আপনার যদি যৌন ক্ষমতা একদম কমে যায় তাহলে আপনি সাধারণত পুষ্টি সমৃদ্ধ
খাবার খেতে পারেন। কখন ও ভুলেও যৌন উত্তেজক ট্যাবলেট খাবেন না কারন যৌন উত্তেজক
ট্যাবলেট খেলে এমন এক সময় আসবে যে আপনার আর যৌন ক্ষমতা একবারেই থাকবে না ।
আপনার যৌন ক্ষমতা কমে গেলে
আপনি হারবাল জাতীয় ঔষধ খেতে পারেন যে গুলির কোন পার্স প্রতিক্রিয়া নেই।
আপনার যৌন ক্ষমতা ঠিক রাখতে
আমার এই টিপস টি ফলো করতে পারেন কিভাবে আপনি সাধারণত রাতে শোবার আগে এক গ্লাস দুধ
ও একটি কাঁচা ডিম মিশিয়ে খাবার পর নিয়মিত খেতে পারেন এভাবে নিয়মিত ১ মাস খেলে
আপনার যে কোন যৌন সমস্যা দূর হবে যাদের সহবাসের সময় দ্রুত বীর্য আউট হয়ে যায় বা
লিঙ্গ শক্ত হয় না তারা গাভীর খাঁটি দুধ ও দেশি মুরগির ডিম মিশিয়ে খেতে পারেন।
রাতে খাবার পর এভাবে খেলে ১
সপ্তাহ আপনি অনেক উপকার পাবেন আপনার স্ত্রীকে চরম যৌন তৃপ্তি দিতে পারবেন।
তাছাড়া দৈহিক শক্তি
ব্রিদ্ধিতেও এই মিশ্রণটি জটিল কাজ করে। দুধের পুষ্টি গুনাগুনের কারনে আপনার ত্বক
থাকবে উজ্জল মসৃণ কোমল দীপ্তিময়।
কাঁচা ডিম ও গাভীর দুধ
মিশ্রণ টি আপনাকে কাজে দেবে যারা দৈহিক পরিশ্রম করে ক্লান্ত হয়ে পরে তাদের
ক্ষেত্রেও এই মিশ্রণটি গুরুত্ব পূর্ণ।
No comments:
Post a Comment