name="description "content="this site is about herbal health"/> name="keyword "content="herbal health, herbal medicine, bangla health tips, unani medicine, ayurbadic"/> NATURAL HEALTH TIPS: যৌন সমস্যার সমাধান করবে তিতবেগুন।

Wednesday, March 1, 2017

যৌন সমস্যার সমাধান করবে তিতবেগুন।


তিতবেগুন গাছ 
তিতবেগুন গাছের ছবিটি তোলেছেন হাদিউল ইসলাম (ফারুক) 


তিতবেগুন একটি অবহেলিত উদ্ভিদ।

এটি বাংলার সব অঞ্চলেই দেখা যায় এর কোন চাষ করা হয় না তবুও এটি সচরাচর পাওয়া যায় সাধারণত এটি রাস্তার ধারে পুকুর পারে জন্মে থাকে।

তিতবেগুনের বৈজ্ঞানিক নাম হচ্চেঃ solanum indicum.

ছোট এই কাঁটাযুক্ত গাছ টির রয়েছে অনেক স্বাস্থ্য গুনাগুন। পাতা হালকা সবুজ। তিতবেগুন গাছ সাধারণত ১-২ মিটার উঁচু হয়। ফুল হালকা বেগুনি ও হালকা হলুদ। তিতবেগুন গাছটির পাতা সহ সমস্তটায় কাটা যুক্ত।

তিতবেগুন গাছের ঔষধি গুনাগুন গুলি নিন্মরুপঃ-

তিতবেগুন গাছের পাতা, বীজ, ফুল, কাণ্ড শিকড় সবই ঔষধি গুনে ভরপুর।

১। হজম শক্তি বাড়াতে তিতবেগুন।

যাদের হজমের সমস্যা রয়েছে তারা এই তিতবেগুন গাছের পাতা সহ সংগ্রহ করে রস করে নিয়মিত খেতে পারলে হজম শক্তি বৃদ্ধি পায় তারাতারি।

২। কৃমি সারাতে তিতবেগুন।

কৃমির সমস্যার করনে যাদের যন্ত্রণা হয় তারা যদি এই তিতবেগুন গাছের পাতা সহ ফুল ডাটা সহ রস করে ৭ দিন খেতে পারেন তারা এই কৃমি থেকে রেহায় পাবেন।

৩। হাঁপানি সারাতে তিতবেগুন।

যাদের হাঁপানি বা শ্বাস কষ্ট রয়েছে তারা এই তিত বেগুন গাছের পাতা ছেঁচে রস করে নিয়মিত খেলে হাঁপানি থেকে মুক্তি মেলে।

৪। যৌন সমস্যায় তিতবেগুন।


যারা যৌন সমস্যায় ভোগে থাকেন তারা এই তিতবেগুন গাছের পাতা শিকড় সহ সংগ্রহ করে রস করে নিয়মিত ২ চামচ করে দিনে ২ বার খেলে যৌন সমস্যা দূর হয়। 

তিতবেগুন গাছ
                  তিতবেগুন গাছের ছবিটি তোলেছেন হাদিউল ইসলাম (ফারুক) 

No comments:

Post a Comment