name="description "content="this site is about herbal health"/> name="keyword "content="herbal health, herbal medicine, bangla health tips, unani medicine, ayurbadic"/> NATURAL HEALTH TIPS: বনজুঁই/ভাট ফুলের সাস্থ্য উপকারিতা জেনে নেওয়া যাক।

Tuesday, February 28, 2017

বনজুঁই/ভাট ফুলের সাস্থ্য উপকারিতা জেনে নেওয়া যাক।

 
বন জুঁই 
এই ছবিটি গাজিপুরের পাহাড়ি অঞ্চল থেকে তোলেছেন হাদিউল ইসলাম ( ফারুক) 





বাংলাদেশের সব এলাকাতেই কম বেশী বনজুঁই বা ভাট ফুল দেখা যায়। এই বনজুঁই বা ভাট ফুল 
 সাধারণত অবলীলায় জন্ম গ্রহণ করে এটি অবহেলিত ফুল হলেও এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা।

আজ আমরা জানব বনজুঁই বা ভাট ফুলের স্বাস্থ্য উপকারিতা।

ফুলটির নাম বনজুঁই/ ভাট/ ঘেঁটু ইত্যাদি নামে বাংলার বিভিন্ন অঞ্চলে ডাকা হয়। এর  (বৈজ্ঞানিক নাম- Clerodendrum viscosum) 

চর্ম রোগে বনজুঁইঃ- 

যাদের বিভিন্ন চর্ম সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত এই বনজুঁই/ভাট ফুল সংগ্রহ করে এটি রস করে দিনে বার দুই ক্ষত স্থানে মালিশ দিতে পারেন তাহলে আপনার যে কোন চর্ম রোগ দ্রুত সেরে যাবে। এভাবে ১০- ১৫ দিন নিয়মিত ব্যাবহার করলে চর্ম রোগের জন্য ভাল ফল পাওয়া যায়।

পোকামাকড় কামড়ালে বনজুঁই/ভাট ফুলঃ- 

অনেক সময় বিষাক্ত পোকামাকড় কামড় দিনে অনেক ব্যাথা করে এবং ফোলে যায় সে ক্ষেত্রে এই বনজুঁই/ভাট ফুল সংগ্রহ করে ছেঁচে রস করে এই ক্ষত স্থানে মালিশ করলে ফোলা ও ব্যাথা দ্রুত কমে যায়।


এছাড়া এটি কৃমি নাশক ও আরও অন্যান্য রোগেরও কাজ করে। 


বন জুঁই
                                                         এই ছবিটি গাজিপুরের পাহাড়ি অঞ্চল থেকে তোলেছেন হাদিউল ইসলাম ( ফারুক) 

No comments:

Post a Comment