name="description "content="this site is about herbal health"/> name="keyword "content="herbal health, herbal medicine, bangla health tips, unani medicine, ayurbadic"/> NATURAL HEALTH TIPS: দূর্বা ঘাসের স্বাস্থ্য উপকারিতা জেনে নিন।

Tuesday, February 28, 2017

দূর্বা ঘাসের স্বাস্থ্য উপকারিতা জেনে নিন।


চুল পড়া বন্ধ করতে দূর্বা ঘাস।

দূর্বা ঘাস 


যাদের অকালে চুল পরে যাচ্ছে তারা যদি নিয়মিত দূর্বা ঘাস নারিকেল তেলের সাথে মিশিয়ে ব্যাবহার করেন তাহলে চুল পড়া বন্ধ হবে দ্রুত। এ জন্য একটি পাত্রে ১ লিটার নারিকেল তেল ভাল করে জাল করে নিতে হবে। তারপর দূর্বা ঘাসের ২৫০ মিলি রস সংগ্রহ করে সেই তেলের সাথে মিশিয়ে আবার জাল করে নিতে হবে এবং ভাল করে ছেকে নিতে হবে এই তেল নিয়মিত চুলে ব্যাবহার করলে চুল পড়া বন্ধ হবে।

বমি বমি ভাব বন্ধ করতে দূর্বা ঘাস।

যাদের বমি বমি ভাব হয় তারা যদি দূর্বা ঘাসের রস সংগ্রহ করে ২ চামচ রস সামান্য চিনির সাথে মিশিয়ে খেতে পারেন তবে এই বমি বমি ভাব বন্ধ হবে তারাতারি।

আমাশয় দূর করতে দূর্বা ঘাস।

অনেকে পুরাতন আমাশয়ে ভুগে থাকেন তারা যদি দূর্বা ঘাসের রসের সাথে দালিমের রস মিশিয়ে নিয়মিত ২ চামচ করে দিনে তিন বার খেতে পারেন তবে এভাবে ১০-১৫ দিন খেতে পারলে পুরাতন আমাশয় তারাতারি সেরে যাবে।

রক্ত পড়া বন্ধ করতে দূর্বা ঘাস।


অনেক সময় শরীরের কোঁথাও কেটে গেলে রক্ত বন্ধ হতে চায় না তখন যদি এই দূর্বা ঘাস ছেঁচে কাটা স্থানে লাগানো জায় দ্রুত রক্ত পড়া বন্ধ হয়।
দূর্বা ঘাস 

No comments:

Post a Comment