name="description "content="this site is about herbal health"/> name="keyword "content="herbal health, herbal medicine, bangla health tips, unani medicine, ayurbadic"/> NATURAL HEALTH TIPS: নিয়মিত মধু ও রসুনের মিশ্রণ খেলে কি হয় জেনে নিন।

Sunday, January 22, 2017

নিয়মিত মধু ও রসুনের মিশ্রণ খেলে কি হয় জেনে নিন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
মধু ও রসুন 


প্রাচিন কালে মানুষ জীবন যাপন করত সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে বর্তমানে যুগের বিবর্তনে মানুষ এখন আর প্রকৃতির উপর নির্ভরশীল নয়। মধু হচ্চে রোগ প্রতিরোধ খমতা বৃদ্ধির এক মহা ঔষধ।আর রসুন হল সুস্থ্য থাকার প্রাকৃতিক ভেষজ, এই দুই উপাদান মিলে একসাথে নিয়মিত খেলে কি হয় আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব।
সুস্থ্য থাকতে চাইলে মধু আপনাকে খেতেই হবে।

রসুন এবং মধু একসাথে খেলে কি কি উপকার মেলে চলুন জেনে নিই।

মধু ও রসুনের সাস্থ্য উপকারিতা সমূহ নিন্মরুপঃ

১।রোগ প্রতিরোধ খমতা বাড়াতে মধু ও রসুনঃ
 মধু ও রসুন এই দুই উপাদান একসাথে খেলে আপনার রোগ প্রতিরোধ খমতা বৃদ্ধি পাবে। এই দুই উপাদান একসাথে খেলে বিভিন্ন রোগের সাথে লড়াই করার মত শক্তি আপনার দেহে জন্মাবে।

২। হৃদ রোগের জন্য উপকারি মধু ও রসুনঃ
মধু ও রসুন একসাথে খেলে আপনার ধমনীতে জমে থাকা চর্বি কেটে যেতে সাহায্য করবে যা হৃদযন্ত্রে রক্ত চলাচল করতে সাহায্য করে ফলে হৃদ রোগীদের জন্য দারুন এক উপযোগী খাবার এই মধু ও রসুন।

৩।গলা ব্যাথা সারাতেঃ
 ঠাণ্ডা লেগে গলা ব্যাথা হলে এই মধু ও রসুনের মিশ্রণ গলা ব্যাথা সারাতে খুব দ্রুত কাজ করে।

৪।ডায়রিয়া সারাতে মধু ও রসুনঃ
 ডায়রিয়া ও পেটে ব্যাথা হলে মধু ও রসুনের মিশ্রণ খেতে পারেন অনায়াসে কারন এতে যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে তা আপনার দেহের যে কোন ইনফেকশন দূর পারবে সহজে।

৫। ফাঙ্গাল দূর করতে মধু ও রসুনঃ
অনেক সময় শরীরের বিভিন্ন জায়গায় ফাঙ্গাল হয় এই ফাঙ্গাল দূর করতে মধু ও রসুনের মিশ্রণ খুব কার্যকরী।

৬। যৌন শক্তি বাড়াতে মধু ও রসুনঃ
যাদের যৌন শক্তি দুর্বল তারা নিয়মিত মধু ও রসুনের মিশ্রণ খেলে যে কোন যৌন দুর্বলতা কেটে যায়।
মধু ও রসুন 


সাস্থ্য সম্পর্কিত আর তথ্য পেটে এখানে ক্লিক করুন। 

No comments:

Post a Comment