name="description "content="this site is about herbal health"/> name="keyword "content="herbal health, herbal medicine, bangla health tips, unani medicine, ayurbadic"/> NATURAL HEALTH TIPS: নিয়মিত তুলসী পাতার রস খেয়ে বাড়িয়ে নিন আপনার যৌবন শক্তি।

Friday, January 20, 2017

নিয়মিত তুলসী পাতার রস খেয়ে বাড়িয়ে নিন আপনার যৌবন শক্তি।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
তুলসী পাতার রস 

তুলসী পাতা আমরা সকলেই চিনি কিন্তু অনেকেই জানিনা এই তুলসী পাতা কি কি সাস্থ্য উপকারিতা করে থাকে। চলুন আজ জেনে নেই তুলসী পাতার রসের ঔষধি গুনাগুন।

যৌন শক্তি বাড়াতে কি ভাবে তুলসী পাতার রস খাবেন বা কি ভাবে তুলসী পাতার রস বানাবেন।

যারা যৌন মিলনে অনীহা ভাব প্রকাশ করেন। যাদের যৌন শক্তি দুর্বল হয়ে পড়েছে তাদের জন্য আজকে একটি দারুন টিপস।

প্রথমে ভাল করে তুলসী পাতা সংগ্রহ করে পানিতে ধুয়ে নিন। এবার এই তুলসী পাতার সাথে সামান্য পানি মিশিয়ে ব্লেন্ডার করে নিন। ব্লেন্ডার করা রসটুকু ফ্রিজে রেখে দিনে দুই বার দুই চামচ করে অর্থাৎ সকালে দুই চামচ আর রাতে দুই চামচ করে খেতে থাকুন এইভাবে ১ মাস খেয়ে যান তাহলে দেখবেন আপনার হারানো যৌবন ফিরে পেতে খুবই ভাল কাজ করবে। তাছাড়াও তুলসী পাতা যৌন শক্তি ছারাও আরও অনেক ঔষধি কাজ করে থাকে।

কাশি সারাতে সরাসরি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন।

ত্বক মসৃণ রাখতে তুলসী পাতা নিয়মিত খেতে পারেন।

ঠাণ্ডা সাড়াতে তুলসী পাতার রস খেলে তারাতারি ঠাণ্ডা ভাল হয়ে জায়।

ঠাণ্ডায় নাক বন্ধ হয়ে গেলে তুলসী পাতার রস বন্ধ হয়া নাকে ২-১ ফোটা দিলে তারাতারি সেরে যায়।
তুলসী পাতার রস 



সাস্থ্য সম্পর্কে আরও জানতে ক্লিক করুন এইখানে 

No comments:

Post a Comment