বেশির ভাগ পুরুষের মধ্যে
একটি জটিল সমস্যা হল যৌন সমস্যা।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে
পুরুষের যৌন সমস্যা কিছুটা কমতে থাকে কাজেই আপনার যৌন চাহিদা কমে যাওয়ার আগেই আপনি
সচেতন হয়ে যান।
জেনে নিন কেন আপনার যৌন
চাহিদা কমে যাচ্ছে তবে চিন্তা করবেন না বর্তমানে আপনি এখন বাড়িতেই যৌন চিকিৎসা
করাতে পারেন। আপনি একবার এই সমস্যার সম্মুখীন হলে আজীবন আপনাকে এই যৌন অক্ষমতাতেই
থাকতে হবে।
এখন আপনি নিজেই এই যৌন
চিকিৎসা করতে পারেন। কিভাবে করবেন চলুন জেনে নিন।
আপনি কিভাবে আপনি এই যৌন
সমস্যা সমাধান করতে পারবেন।
যাদের মধ্যে এই অসুবিধা সবে
মাত্র দেখা দিয়েছে তাদের এই ঘরোয়া টিপস দ্বারা কাজে লাগবে।
রসুন
যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন
খুব ভাল ফল দিয়ে থাকে। রসুনের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যৌন চিকিৎসার খেত্রেও
খুব ভাল একটা ফল দিবে। কারন এটি আন্টিসেপ্টীক এবং (immune booster ) হিসাবে কাজ করে আর এটি অতি
সহজলভ্য জারা আমরা যেসব সবজী খাবার খাই তার মধ্যে রসুন অন্যতম।
আপনার যৌন ইচ্চে ফিরে পাবার
জন্য এর ব্যাবহার খুব কার্যকরী কোন রোগের জন্য কিংবা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছে
কমে গেলে এটি আপনার জউব ইচ্ছে কে ফিরে পেতে সাহায্য করে, অথবা কোন ব্যাক্তির যৌন
ইচ্ছে খুব বেশী হয় কিংবা টা মাত্র অতিরিক্ত হয় যার অত্যাধিক প্রয়োগ তার নার্ভাস
সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রে রসুন খুব কার্যকরী।
প্রতিদিন দুই থেকে তিনটি
রসুনের কোয়া কাঁচা অবস্থায় চিবিয়ে খাবেন, এতে আপনার যৌন ইচ্ছে কমে গেলে টা বৃদ্ধি
পাবে এছাড়া গমের রুটির সঙ্গে রসুন মিশিয়ে খেলে টা শরীরে স্পারম উৎপাদনের মাত্রা
বাড়ায় এবং সুস্থ্য স্পারম তৈরিতে এটি সাহায্য করে।
পেঁয়াজ
যৌন উত্তেজনা ও যৌন বৃদ্ধিকারি
হিসাবে পেঁয়াজ বহুদিন হতে ব্যাবহার হয়ে আসছে। কিন্তু কিভাবে এই বিষয়ে কার্যকারিতা
এখনও পর্যন্ত সঠিক ভাবে জানা যায়নি, সাদা পিঁয়াজ নিয়ে পিষে নিয়ে তাকে মাখনের সাথে
ভেঁজে নিয়ে প্রতিদিন মধুর সঙ্গে খেলে তা থেকে উপকার পাওয়া যায়। কিন্তু একটি বিষয়
মনে রাখবেন এটি খাওয়ার আগে আপনার পেট খালি রাখা প্রয়োজন এভাবে খেলে আপনি ভাল ফল পাবেন। এছাড়া পেঁয়াজের রসের সাথে কালো খোসা
সমেত বিউলির ডালের গুঁড়ো সাতদিন পর্যন্ত ভিজিয়ে রেখে শুঁকিয়ে নিতে পারেন এটি
নিয়মিত ব্যাবহারে আপনার যৌন উত্তেজনা বজায় রাখবে ।
গাঁজর
গাঁজর একটি পরিচিত সবজী।
১৫০ গ্রাম গাঁজর কুঁচি কুঁচি করে কেটে এক টেবিল চামচ মধু এবং সিদ্ধ ডিমের সঙ্গে
মিশিয়ে ২ মাস খেলে আপনার যৌন অক্ষমতা দূর হবে। কাজেই এখন এর দুশ্চিন্তা করবেন না
সমস্যার প্রথম ধাপে আপনি এইভাবে বাড়িতে ২ মাস খেলে যৌন ক্ষমতা ফিরে পাওয়া যাবে।
উপরিউক্ত যে কোন একটি একটি
ধাপ নিয়ম মেনে নিয়মিত ব্যাবহার করতে পারলে আপনি হারানো যৌবন শক্তি ফিরে পেতে
পারেন।
No comments:
Post a Comment