ওযুর ফরয ৪ টি।
১। সম্পূর্ণ মুখ মণ্ডল
ধোয়া।
২। দুই হাত কনুই পর্যন্ত
ধোয়া।
৩। মাথার এক চতুর্থাংশ
একবার মসেহ করা।
৪। দুই পা গীড়া পর্যন্ত
একবার ধোয়া।
মনে রাখতে হবে ওযু
নামাজের চাবি আর নামাজ বেহেস্তের চাবি কাজেই ওযুর জন্য নিয়ম পালন বাধ্যতামূলক।
ওযুর ফরয সমূহ যে বিষয়
গুলি অবশ্যই পালন করতে হবে তা না হলে ওযু হবে না।
সম্পূর্ণ মুখ মণ্ডল একবার
না ধোয়া,
দুই হাত কনুই পর্যন্ত
একবার না ধোয়া,
মাথার এক চতুর্থাংশ একবার
মসেহ না করা,
দুই পায়ের গিড়া
পর্যন্ত একবার না ধোয়া,
No comments:
Post a Comment