name="description "content="this site is about herbal health"/> name="keyword "content="herbal health, herbal medicine, bangla health tips, unani medicine, ayurbadic"/> NATURAL HEALTH TIPS: মাত্র ৭ দিনে অ্যালার্জিকে চিরদিনের জন্য বিদায় করুন।

Thursday, June 22, 2017

মাত্র ৭ দিনে অ্যালার্জিকে চিরদিনের জন্য বিদায় করুন।


অ্যালার্জি একটি মারাত্তক সমস্যা । এ সমস্যা থেকে রেহায় পেতে অনেকে কত কি না করে তবুও শেষ হতে চায় না। আজকে আমরা অ্যালার্জি নিয়ে আলোচনা করব। 



কিভাবে নিমপাতা দিয়ে চিরদিনের জন্য অ্যালার্জি কে বিদায় জানাবেন ।

প্রথমে নিম পাতা ভাল করে রোদে শুকিয়ে নিতে হবে তার পর ২০ গ্রাম শুঁকনো নিম পাতা নিন এবং ২ লিটার পানি নিন ।

এবার একটি পাত্রে এই ২ লিটার পানি নিয়ে শুঁকনো নিমপাতা নিয়ে ভাল করে জ্বাল দিয়ে পানি টুকু ফুটিয়ে নিন। এই ফুটানো পানি টুকু এবার হালকা ঠাণ্ডা করে নিন।

ঠাণ্ডা পানি এবার গোসল করার সময় এক বালতি পানিতে নিয়ে এভাবে মাত্র কয়েক দিন গোসল করে নিন দেখবেন একটানা ৭ দিন গোসল করার পর অ্যালার্জি চলে গেছে।

তবে এখানে একটি কথা মনে রাখবেন আপনি যখন এই নিমপাতা ব্যাবহার করবেন তখন আপনি অ্যালার্জি যুক্ত খাবার খাবেন না যেমনঃ গরুর মাংস, চিংড়ি মাছ, বেগুন, পালং শাক, মিষ্টি লাউ, ইত্যাদি।




এইভাবে আপনি আপনার অ্যালার্জিকে আজিবনের জন্য অ্যালার্জিকে বিদায় করতে পারবেন। 

No comments:

Post a Comment